রাস্তা বেহাল, রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু!

চাঞ্চল্য ডেবরায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-05 at 2.24.25 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রাস্তার বেহাল দশার ফলে ঢুকছে না  টোটো বা অ্যাম্বুলেন্স। বাঁশের মাচায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল তার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া এলাকায়। জামাই ষষ্ঠীর দিন কাঁকড়ায় শ্বশুরবাড়ি এসেছিল গোলগ্রামের বাসিন্দা বছর ৪০ এর বাদল মান্ডি। তারপর গতকাল দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাদল। কিন্তু এলাকায় রাস্তা এতটাই বেহাল যে সেখানে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো টোটো ঢুকবে না। শেষ পর্যন্ত বাঁশের মাচা করে কাঁধে নিয়ে জামাইকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় কিছুটা যাওয়ার পরেই মৃত্যু হয় বাদল মান্ডির। পরিবারের অভিযোগ, এলাকার রাস্তা যদি ভালো থাকত তাহলে হয়তো দ্রুত জামাইকে হাসপাতালে নিয়ে যাওয়া যেত। কিন্তু তা আর হল না। প্রাণ হারাল বাদল মান্ডি৷ বাঁশের মাচায় করে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ।

WhatsApp Image 2025-06-05 at 11.25.28 AM