বেহাল রাস্তায় রোগী নিয়ে যেতে গিয়েই মৃত্যু, এবার শুরু হল সেই রাস্তা সংস্কার

ক্ষুব্ধ হয়ে উঠেছিল এলাকাবাসী।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-23 at 3.04.30 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ষাঁড়পুর-লোয়াদা ৯ নং গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া মোহনপুর এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু করল প্রশাসন। কয়েকদিন আগেই ওই এলাকার রাস্তা বেহাল থাকায় অসুস্থ দুজনকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। আর তার ফলেই মৃত্যু হয় দুজনের। অভিযোগ তুলে সরব হয়েছিল এলাকাবাসী। তারা গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরেও বিক্ষোভ করে। অবশেষে সেই এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু করল প্রশাসন। প্রায় ১ কিমি রাস্তা জুড়ে টুকরো ইঁট ফেলে মোরাম দিয়ে রাস্তা সংস্কার শুরু হয়। এতে বর্তমানে খুশি এলাকাবাসী। তারা চায় সংস্কার নয়, আগামীতে যাতে ঢালাই রাস্তা তৈরী হয়। 

অপরদিকে এই বিষয়ে উক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকু সোনা পান্ডা বলেন, "ওই এলাকায় মোরাম ফেলা হবে তা অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষার জন্য হয়নি। কাজ শুরু হয়ে গিয়েছে। আগামীতে যাতে ওই এলাকায় ঢালাই রাস্তা হয় তার জন্য উচ্চ পর্যায়ে জানাব"। 

Screenshot 2025-07-23 150605