রাস্তা যেন নর্দমা! ভোগান্তিতে ৪০০ পরিবার

পঞ্চায়েতের কি বক্তব্য?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-20 at 2.10.54 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়েতের চালতাবেড়া গ্রামে রাস্তার চরম খারাপ অবস্থা। দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তার উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে এলাকার প্রায় ৪০০টি পরিবারকে। সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল দাঁড়িয়ে যায় রাস্তায়, আর বর্ষায় পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার দুর্দশার কথা বারবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানাতে বাধ্য হন। এরপর প্রশাসনের আধিকারিকরা এসে রাস্তাটি পরিমাপ করে যান ও আশ্বাস দেন যে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। রাজ্য সরকারের তহবিল থেকেও টাকা বরাদ্দ হয়েছে বলে জানা যায়।

আশ্বাসের পরেও হঠাৎ করেই সব থমকে যায়। রাস্তার কাজ শুরু না হওয়ায় চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে গ্রামের মানুষদের। কাদা ও জলে ভিজে শিশু থেকে বৃদ্ধ সবাইকে চলাচল করতে হচ্ছে। রাস্তার একপ্রান্ত যেন নর্দমার মতো চেহারা নিয়েছে। এই বিষয়ে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা বলেন, "খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে। ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে প্রয়োজনীয় অর্থ"। যদিও তার এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না গ্রামবাসীরা। অন্যদিকে বিজেপি নেতা পরমেশ্বর মণ্ডল অভিযোগ করে বলেন, "তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে কাজ করছে না। সরকারি টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের নেতারা। তাই আজও এই রাস্তাটির কাজ হয়নি"। অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের মলম অঞ্চল সভাপতি বঙ্কিম ভক্তা জানান, "আমরা চাই না কোনও রাস্তার কাজ আটকে থাকুক। খুব দ্রুত এই কাজ শুরু করা হবে"। চালতাবেড়া গ্রাম যেন এখন সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মাঝে আটকে থাকা একটি নাম। সেই সঙ্গে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের।

roadissue1

digad