বর্ষায় ধসে গেল গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা, ভেঙে পড়তে পারে বাড়িও

দায় কার?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-09 at 3.26.49 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দাসপুর এক নম্বর ব্লকের চাঁদপুর এলাকায় গ্রামের মূল রাস্তার পাশেই পুকুর সংস্কার করা হয়েছে। অভিযোগ এই পুকুর সংস্কার করাতে কোনও নিয়ম মানা হয়নি। অতিরিক্তভাবে গভীর করা হয়েছে এই পুকুরকে। এমনকি পুকুর পাড়ে কোনও মাটি রাখা হয়নি। যেই নিয়মে পুকুর সংস্কার করতে হয় সে নিয়ম পর্যন্ত নাকি মানা হয়নি আর এতে নাকি প্রশাসনেরই মদত আছে এমনটাই অভিযোগ এলাকার মানুষজনের। বর্ষা আসতেই পুকুরপাড়ে থাকা গাছপালা ধসে পড়ল পুকুরে। পুকুর পাড়ে থাকা গ্রামীন সড়ক ঝুলে আছে। নীচে কোনও মাটি নেই, পুরোটাই ধসে পড়ে গেছে পুকুরে। রাস্তার পাশেই একটি বাড়ি রয়েছে। যে কোনো মুহূর্তে রাস্তা সহ সেই বাড়িটি ধসে পড়তে পারে, আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে বাড়ির মালিকের। কেন নিয়ম মেনে পুকুর সংস্কার হয়নি, কেন প্রশাসনিক আধিকারিকরা লক্ষ্য রাখেনি বিষয়টার এলাকার মানুষজন এই প্রশ্নই তুলছে।

WhatsApp Image 2025-07-09 at 3.17.02 PM