নিজস্ব সংবাদদাতা: ধান কাটা মেশিনের চাপ চাপ কাদা মাটি রাজ্য সড়কে পড়ে রয়েছে। যেকোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক থানায় মাইকিং করা হচ্ছে। আর তার মধ্যেই সবং থানার বড়চাহাড়া এলাকায় ধান কাটা মেশিনের কাদা মাটির জন্য একটি বেসরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো ধান জমিতে।
/anm-bengali/media/post_attachments/48fb8383-6c8.png)
গাড়িতে থাকা প্রত্যেকেই অল্প বিস্তর চোট পেয়েছে বলে জানা যাচ্ছে। গাড়িটিকে উদ্ধার করে সবং থানার পুলিশ। আর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্যে।