রাস্তা সম্প্রসারণের কাজে সরাতে হবে পথবাতিগুলিকে, পথ চলতি মানুষের কথা ভাবছে পুরসভা

পুরনো পথবাতি গুলোকে সরিয়ে বসানো হবে নতুন উন্নত মানের পথবাতি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-13 at 15.49.07

File Picture

নিজস্ব সংবাদদাতা: চৈতন্যপুর থেকে দুর্গাচক রাস্তা সম্প্রসারণ দ্রুত করা হবে, আর তার আগেই পথবাতি গুলোকে সরিয়ে নেওয়া হবে। এমনটাই জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। দ্রুত রাস্তার কাজ শুরু করবে পিডব্লিউডি। এমনকি পুরনো পথবাতি গুলোকে সরিয়ে নতুন উন্নত মানের পথবাতি লাগানো হবে বলেও জানা যাচ্ছে।

ergsaw33

রাস্তা সম্প্রসারণ ছাড়াও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হল হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। শিল্পশহর হলদিয়ার নিরাপত্তার জন্য, সিসি ক্যামেরা গুলোকে দেখভাল করার জন্য, পুলিশের হাতে দেওয়া হল বিশেষ দায়িত্ব। হলদিয়া পৌর এলাকার ২৯টি ওয়ার্ডে পথবাতি পর্যবেক্ষণ করবে এইচডিএ ও হলদিয়া পৌরসভা যৌথভাবে। রাজ্য সড়ক ৯ মিটার চওড়া হবে এবং পিডব্লিউডি তা তৈরি করবে বলেও এদিন জানান হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান।