ক্রোধের আগুনে ফুটছে সারা দেশ! তার মধ্যেই যুদ্ধ থামাতে বললেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী
উত্তপ্ত হয়ে রয়েছে সাম্বা সেক্টরের সীমান্তবর্তী এলাকা! রাত থেকে এখনও পর্যন্ত গুলির লড়াই অব্যাহত
আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনার প্রয়োজন নেই, সারা দেশে পর্যাপ্ত পরিমাণেই রয়েছে জ্বালানি, জানালো ইন্ডিয়ান অয়েল
কোন পরিস্থিতিতে রয়েছেন গুজরাটের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বসলেন প্রধানমন্ত্রী
ভারতে ভয়! পকিস্তান ছেড়ে পালালো দাউদ ইব্রাহিম, বলছে সূত্র
সারা রাত ধরে গুলির লড়াই উড়তে! লেফটেন্যান্ট গভর্নরের কাছে আতঙ্কে কেঁদে ফেললেন স্থানীয় বাসিন্দারা
পাঞ্জাবে উচ্চ সতর্কতা জারি! গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন রাজ্যপাল
বিনিদ্র রাত! সীমান্তবর্তী পরিস্থিতির ওপর সারা রাত নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জম্মুর সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের! আবারও বড় ধরনের হামলাক ছক পাকিস্তানের

বেনিয়মের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল স্থানীয়রা, ঘটনা ঘাটালের

বিধায়কের দাবি এলাকার মানুষের স্বার্থে ঢালাই রাস্তা তৈরীর কাজ চলছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kuhioi

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি বিধায়ক তহবিলের টাকায় ঢালাই রাস্তা নির্মাণের কাজে বেনিয়মের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল স্থানীয়রা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। অজবনগর পশ্চিম বুথের অরুণ মাঝির বাড়ি থেকে অসীত মাঝির বাড়ি পর্যন্ত ৮৪ মিটার ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের তহবিলের টাকায়।

স্থানীয়দের অভিযোগ, ৮ ফুট চওড়া রাস্তা তৈরীর কথা থাকলেও সাত ফুট চওড়া ঢালাই রাস্তার কাজ শুরু করেছেন ঠিকাদারি সংস্থা। শুধু তাই নয় মাটির উপর ত্রিপল বিছিয়ে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। এস্টিমেট অনুযায়ী প্রথমে মাটির উপর রাবিশ বিছিয়ে মাড়াই করে তারপর ঢালাই রাস্তা করার কাজ কিন্তু তাও মানা হচ্ছে না।

kojioik

এইভাবে ঢালাই রাস্তা তৈরির কাজ হলে বন্যা কবলিত এলাকার এই গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা খুব অল্পদিনেই নষ্ট হয়ে যাবে এমনই দাবি করছেন এলাকার বাসিন্দারা। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, ‘এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি গিয়েছিলেন। ঠিকাদারি সংস্থা কোনো কাগজ দেখাতে না পারায় কাজটি বন্ধ রাখার কথা জানিয়েছি ঠিকাদারি সংস্থাকে’।

বিধায়কের দাবি এলাকার মানুষের স্বার্থে ঢালাই রাস্তা তৈরীর কাজ চলছে। সরকারি নিয়ম মেনে কাজ করুক ঠিকাদারি সংস্থা। সমস্ত অভিযোগের তীর উঠছে ঠিকাদারি সংস্থা ‘তিরুপতি এন্টারপ্রাইজের’ বিরুদ্ধে। অবশ্য এ বিষয়ে ঠিকাদারি সংস্থার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

vggjhkl