নিজস্ব সংবাদদাতা: সেচ দপ্তরের সুইচ গেটের সংযোগকারী দুই দিকে চাপ চাপ উঠছে ঢালাই! নিম্ন মানের কাজের অভিযোগ তুলে তাই এবার বিক্ষোভ দেখালো এলাকাবাসী। খবর আসতেই কাজ বন্ধ রেখে সেচ দপ্তরে খবর দিলেন বিডিও ওয়াংচু শেরপা।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৮ নং পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতের চকচন্ডী এলাকায় এক বছর আগেই একটি সুইচ গেট তৈরি করা হয়েছে সেচ দপ্তরের উদ্যোগে। যার ফলে ওই গেট একদিন বন্যার ক্ষেত্রে কাজে লাগবে। পাশাপাশি গেটের ওপর দিয়ে মানুষজনের যাতায়াতের ব্যবস্থাও রয়েছে। অথচ একদিন কাজ হতে না হতেই গতকাল সুইচ গেটের দুই দিকের সংযোগকারী ঢালাই রাস্তায় চাপ চাপ মালমশলা উঠছে দেখা যায়। তার পরেই এলাকাবাসী প্ল্যাকার্ড হাতে নিম্ন মানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, “একদিন আগেই ঢালাই হল। অথচ তারপরের দিনই চাপ চাপ ঢালাই উঠছে। নিম্ন মানের কাজের জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা চাই আবার নতুন ভাবে কাজ হোক”।
/anm-bengali/media/media_files/2025/03/15/uUhBwe1aDUPB1ekAlIuI.png)
অপরদিকে এই বিষয়ে পিংলা ব্লকের বিডিও ওয়াংচু শেরপা জানান, “আমি এই ধরনের খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে সেচ দপ্তরকে জানিয়েছি। ওই কাজটি আবার নতুন করে করতে হবে”।