টেন্ডার থাকলেও ফেরেনি রাস্তার হাল! বিক্ষোভ

রাস্তার বেহাল দশা নিয়ে বাড়ছে ক্ষোভ। টেন্ডার সম্পূর্ণ হওয়ার পরে রাস্তার হাল ফেরেনি। বিক্ষোভ। চরম অসন্তোষ। পশ্চিম মেদিনীপুরের ঘটনা।

author-image
Pallabi Sanyal
New Update
ৌৌৌ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : এলাকায় বেহাল রাস্তা।যাতায়াতের সমস্যা পড়ুয়াদের।টেন্ডার হয়ে গিয়েও কাজ বন্ধের অভিযোগ।ধান গাছ লাগিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।কেন রাস্তা হয়নি,কাদের জন্য থমকে কাজ,খতিয়ে দেখার আশ্বাস বিধায়কের।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৯ নং ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের চকবাজিত এলাকার। প্রায় এক বছরের বেশি সময় ধরেই ওই এলাকার রাস্তা বেহাল। কর্দমাক্ত। বর্ষা আসলে চরম সমস্যা।পড়ুয়াদের স্থানীয় স্কুলে  গেলেও সমস্যায় পড়তে হয়।তাই তারা ধানের চারা লাগিয়ে আজ বিক্ষোভ দেখায়।তাদের অভিযোগ ২০২১ সালে টেন্ডার হয়েছে,রাস্তার ধারের গাছ কাটা হয়েছে,কিন্তু কাজ শুরু হয়নি৷ দশ বছর ধরে এই সমস্যা।

অপরদিকে এই নিয়ে ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর বলেন, ''আমি এই বিষয়ে কিছু জানতাম না।টেন্ডার হওয়ার পরেও কেন কাজ হয়নি তা খতিয়ে দেখবো। কিছু ক্ষেত্রে লোকাল সমস্যাও তাকে সেই বিষয় গুলিও দেখতে হবে। পাশাপাশি এলাকার পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির সঙ্গেও কথা বলে বিষয়টি জানবো। প্রয়োজনে এলাকায় গিয়েও কথা বলবো। যাতে মানুষের এই সমস্যার সমাধান হয়।''