/anm-bengali/media/media_files/2025/03/28/AyfH5VEhXwDCgYqlZTA3.jpeg)
File Picture
হরি ঘোষ, কাঁকসা: রাতের অন্ধকারে সরকারি সেচনালা কেটে মোড়াম পাচার রুখলো পঞ্চায়েত সদস্য। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুরে।
/anm-bengali/media/post_attachments/83f93058-a79.png)
পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধরের অভিযোগ, “চাষের জন্য যে সরকারি সেচনালা ব্যবহার করা হয় সেই সেচনালা রাতের অন্ধকারে কাটা হচ্ছিল। জেসিবির মাধ্যমে মোড়াম ট্রাক্টরে ভরে পাচার করা হচ্ছিল। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছায়। জানতে পারি দীনেশ বিশ্বাস নামের এলাকারই একজন মোড়াম বিক্রি করছিল। সেই মোড়াম যাচ্ছিল অজয় নদের ব্রিজের রাস্তার কাজে। তবে পঞ্চায়েতের কাছে বা এলাকার কারোর কাছে অনুমতি নেওয়া হয়নি। তাই আমরা আটকে দিয়েছি”।
ব্রিজের রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা সুপারভাইজার গুবলো নাগ বলেন, “দীনেশ বিক্রি করছিল। তাই আমরা কিনছিলাম। আমরা আগে জানলে অবশ্যই পঞ্চায়েতকে জানাতাম”। আপাতত এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us