Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/03/25/79XnZYE5ElwzQW4lATEu.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সাত সকালেই রাস্তার দাবিতে বান্দোয়ান মানবাজার রাজ্য সড়কে বসে পথ অবরোধে শামিল বান্দোয়ানের বড়ডি গ্রামের পুরুষ ও মহিলারা। সোমবার মানবাজার বান্দোয়ান রাজ্য সড়কের ওপর চলে অবরোধ। অবরোধের জেরে বহু যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। সমস্যায় পড়ে যাত্রীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বান্দোয়ান থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামের পুরুষ ও মহিলারা।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বড়ডি গ্রামের রাস্তা বেহাল অবস্থায় আছে। প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও গ্রামবাসীরা সুরাহা পায়নি। এরপরেই একপ্রকার বাধ্য হয়ে গ্রামের মানুষ রাস্তা অবরোধ করল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us