New Update
/anm-bengali/media/media_files/2025/05/28/lLOSryUssYFWeqvPmvwQ.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দাঁতনের মনোহরপুর ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটল এক দুর্ঘটনা। কলকাতার দিক থেকে প্রাইভেট গাড়িতে ভুবনেশ্বরে যাওয়ার সময় ব্যারিকেড ভেঙে একাধিক ব্যক্তিকে ধাক্কা। ব্যারিকেড ভেঙে ঢুকে গেল ফলের দোকানে। ফল কিনতে আসা ব্যক্তিদের ধাক্কা মারায় গুরুতরভাবে আহত হয় ৬ জন। পুলিশ উদ্ধার করে তাদের দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। গাড়িটিকে আটক করে দাঁতন থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/media_files/1000069162.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us