/anm-bengali/media/media_files/2025/07/23/whatsapp-image-2025-07-23-2025-07-23-14-45-10.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর শহরে ব্যস্ত সময়ে পথ দুর্ঘটনা। বালি বোঝাই ট্রাক্টরের চাকাতে চাপা পড়লেন এক মহিলা। ঘটনাটি বুধবার সকাল প্রায় ৯টা নাগাদ মেদিনীপুর শহরের ভীমচক এলাকায়। বালি ভর্তি এক ট্রাক্টরের চাকার তলায় পড়ে গেলেন স্কুটিতে থাকা এক মহিলা। তার পেটের উপর উঠে গেল ওই বালি ভর্তি ট্রাক্টরের চাকা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পৌঁছয় কোতোয়ালী থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা। কিভাবে দিনের বেলা বালি ভর্তি ট্রাক্টর মেদিনীপুর শহরে প্রবেশ করছিল তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, স্কুটিতে করে মহিলা সহ এক ব্যক্তি বালি বোঝাই ট্রাক্টরটিকে ওভারটেক করতে যায়। সেই সময় সামনে আরও মোটরবাইক আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল ৮:৪৭ মিনিট নাগাদ স্কুল বাজারের দিক থেকে বালি ভর্তি একটি ট্রাক্টর ঢুকছিল মেদিনীপুর শহরের বটতলাচকের দিকে। ঠিক ওই সময় পেছন থেকে স্কুটিতে করে এক ব্যক্তি ও মহিলা আসছিলেন। তারা বেশ গতিতেই ছিলেন। ওই ট্রাক্টরকে ওভারটেক করার চেষ্টা করেছিলেন ভীমচক এলাকায়। ওই সময় উল্টো দিক থেকে বাইক চলে আসার কারণে দ্রুত ব্রেক করেছিলেন স্কুটিতে থাকা চালক। ব্রেক করার পরে নিয়ন্ত্রণ হারায় স্কুটি। পেছনে বসে থাকা মহিলা ছিটকে বালি ভর্তি ট্রাক্টরের চাকার তলায় পড়ে যান। ঘটনার জেরে সাময়িক যানজট সৃষ্টি হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069162.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us