New Update
/anm-bengali/media/media_files/2025/05/24/RN1cu4Ta7ZcZyEgFPCGg.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: হঠাৎই ঝুমি নদীতে জলের স্রোত! নদীতে জলস্তর বৃদ্ধির সাথে ভেসে আসছে পানা। জল ও পানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে ভেসে গেল ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কোমরা এবং বালিডাঙ্গার মাঝে সংযোগ রক্ষাকারী সেতু।
/anm-bengali/media/post_attachments/7c753882-50a.png)
ঝুমি নদীর উপরে থাকা বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে। এই বিষয়ে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা বলেন, “প্রতিনিয়ত ঐ সাঁকো দিয়ে যাতায়াত করে হুগলি ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার মানুষজন। সাঁকো ভেঙে যাওয়ার ফলে পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার যাতায়াতের অসুবিধা হচ্ছে। বর্ষা এখনো সেভাবে শুরু হয়নি। তার আগেই ঝুমি নদীতে জল আসতেই ভেঙে গেল যাতায়াতের বাঁশের সাঁকো। যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়লেন দুই জেলার মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us