কর্মচ্যুত ঠিকাশ্রমিকদের কাজে ফেরানো, বড় বার্তা দিলেন ঋতব্রত!

কি সিদ্ধান্ত নিলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-10 at 4.02.26 PM

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার আইএনটিটিইউসির কোর কমিটির বৈঠকের পাশাপাশি এদিন জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে ঠিক হয়েছে হলদিয়া বন্দরের কর্মচ্যুত ঠিকাশ্রমিকদের কাজে ফেরানো হবে আগামী ১ আগস্ট থেকে। তবে সেখানে শর্ত রাখা হয়েছে, এখন থেকে এই সমস্ত শ্রমিকরা নো ওয়ার্ক নো পে এই পদ্ধতিতে মজুরি পাবেন। 

সম্প্রতি হলদিয়া বন্দরের এক ঠিকাদার সংস্থা ৫০ জন ঠিকা শ্রমিককে ছাঁটাই করে বলে অভিযোগ। ঠিকাদার সংস্থার যুক্তি ছিল, বন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্য ওঠানো আর নামানোর কাজ হওয়ায় তাদের কাজ কমে গিয়েছিল। কিন্তু সেই সমস্ত কর্মচ্যুত শ্রমিকরা যাতে কাজ ফিরে পায় সেই জন্য জেলা প্রশাসন, ঠিকাদার সংস্থা এবং আইএনটিটিইউসির কোর কমিটি বসে এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রাখা বা কারো অফিস তালাবন্ধ করে দেওয়া বরদাস্ত করা হবে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে যে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল কাজ বন্ধ রাখার কথা বলছেন। এরপরেই এই বার্তা দিয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Bengal: TMC Names Candidate For Rajya Sabha Byelection After Jawhar  Sircar's Resignation Over RG Kar Case