আরজি কর কাণ্ডে এই প্রথম, রাস্তায় নামলেন প্রতিবাদী পুলিশ কর্মীরা

জনগণের আদালতে আজ কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vnvvjgjgi'

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনার প্রতিবাদে বেড়িয়েছে বিভিন্ন স্তরের মানুষ। প্রতিবাদ দেখিয়েছে বিভিন্ন বয়সের মানুষ। ছোট-বড় নির্বিশেষে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জানিয়েছে প্রতিবাদ। জোরালো হয়েছে জাস্টিসের দাবি। জুনিয়র ডাক্তাররা তো বলেছেনই, কার্যত ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলেছে তিন বছরের শিশুও। বাংলার বাইরে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ। বিদেশেও পৌঁছে গিয়েছে এই আঁচ। তবে এতো সবের মাঝে প্রতিবাদ করতে দেখা যায় নি পুলিশকে। যাদের হাতে দেশের, রাজ্যের নিরাপত্তা, তারাই বলেননি ‘উই ওয়ান্ট জাস্টিস’। যার জন্যে এক লহমায় পুলিশই হয়ে উঠেছে অভিযুক্ত। জনগণের আদালতে আজ কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন। 

আর এই সবের মাঝে এবার গর্জে উঠলো পুলিশও। আজ তারা হাতে কলমে কাজ না করলেও, তাঁদের নামের সাথে জড়িয়ে আছে পুলিশ পরিচয়। সেই অবসর প্রাপ্ত পুলিশ কর্মীরায় এবার নামলেন পথে। 
হাওড়ায় এবার পথে নামলো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীরা। আজ বিকেলে শিবপুর কাজীপাড়া মোড় থেকে জি টি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল হয়। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীদের অভিযোগ বর্তমানে পুলিশের নিচু তলার পুলিশ কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আর সেই কারণেই আরজি করের মতো ঘটনা ঘটে গেছে এবং তার তদন্ত সঠিকভাবে হচ্ছে না। 

vmgkjku

এছাড়াও তাদের অভিযোগ পুলিশ কর্তাদের একাংশ রাজনৈতিক মদতে থানার ওসি কিংবা এসআই দের নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না। তাদের দাবি যে কোনো ঘটনা থানার ওসি কিংবা এসআইদের নিরপেক্ষ তদন্ত করতে দেওয়া হোক। নিরপেক্ষ তদন্ত হলে আর জি করের মতন ঘটনা আর ঘটবে না। কিংবা ঘটলেও আসল দোষীরা উপযুক্ত সাজা পাবে।

Adddd