New Update
/anm-bengali/media/media_files/nOeGAzSpce76vGmaR4Nj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনায় এবার এগরায় পথে নামল বিজেপি।আর জি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা নগর বিজেপির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করা হয়।
/anm-bengali/media/media_files/N6QtDalfOwZYPRiBVdcR.jpg)
এদিন শহরের নগর বিজেপির দলীয় কার্যালয় থেকে এই মিছিলটি বের হয়। মিছিলটি গোটা এগরা শহর পরিক্রমা করার পরে আবার বিজেপি দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত করা হয়। বিজেপির তরফে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
/anm-bengali/media/media_files/UVmrXCkNJpv8KkplmHo7.jpg)
মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির এগরা নগর মন্ডলের সভাপতি চন্দন মাইতি, পুরসভার বিরোধী দলনেতা অম্বিকেশ দাস, কাউন্সিলর পিঙ্কি সাঁতরা দোলাই, প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা, সুকুমার রায়, শুভেন্দু গুচ্ছাইত, বিশ্বজ্যোতি মাইতি, সিদ্ধ্বেশ্বর মহাপাত্র প্রমুখ।
/anm-bengali/media/media_files/MXS9umNabXFXBSWZqDvP.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us