রোগীর পরিজনদের জন্য বিশ্রামগার, উদ্বোধনে বিধায়ক হুমায়ুন কবীর

বিধায়ক করলেন মানুষের দাবি পূরণ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-25 at 4.12.35 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর পরিজনদের জন্য বিশ্রামাগারের খুবই দরকার ছিল। সেই দাবি বহুদিন থেকে তুলেছেন রোগীর পরিজনেরা। অবশেষে বিধায়ক তহবিল থেকে ব্যয় করে সেই বিশ্রামগার তৈরী ও উদ্বোধন করা হল। ডেবরা বিধানসভার বিধায়ক হুমায়ূন কবীরের উদ্যোগে বিধায়ক তহবিল থেকে এটি তৈরি হয়েছে। 

জানা গিয়েছে, প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে  নির্মিত বিশ্রামাগারে থাকছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা কক্ষ। এছাড়াও পানীয় জল, শৌচাগার ও স্নানের জন্য ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি এদিন একই সঙ্গে এদিন ৩ লক্ষ টাকা খরচ করে হাসপাতালের সামনে তৈরী হওয়া যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন বিধায়ক। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ অনান্যরা।এদিন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "সাধারণ মানুষের খুবই সমস্যা হত। সেই সঙ্গে পানীয় জলের পরিষেবা, শৌচাগার এগুলো মানুষের দীর্ঘদিনের ডিমান্ড ছিল। তাই সেই কথা মাথায় রেখেই বিশ্রামাগার তৈরি করা হয়েছে। রবিবার তার আনুষ্ঠানিক উদ্ধোধন হল। এতে সবাই উপকৃত হবেন"।

mlahumayun