New Update
/anm-bengali/media/media_files/2025/12/08/whatsapp-image-2025-12-08-2025-12-08-12-04-42.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কুকুরের কামড়ে গরুর মৃত্যু হয়েছে। সেই গরুর দুধ দিয়ে তৈরী করা প্রসাদ খেয়েছে বাসিন্দারা। গরুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া ১০/১ গ্রাম পঞ্চায়েতের পশং একাকায়। দিন কয়েক আগে ওই এলাকার বাসিন্দা হৃষিকেস মাইতির একটি গরুকে কুকুরে কামড়ায়। কিন্তু তা জানা ছিল না পরিবারের। তারপর সেই গরুর দুধেই পূর্নিমার প্রসাদ তৈরী করা হয়। সেই প্রসাদ গ্রামে প্রায় ২০০ জনের বেশী মানুষ খায়। একদিন আগে গরুটির মৃত্যু হওয়ার পর জানা যায় কুকুরের কামড়ে তার জলাতঙ্ক হয়ে মৃত্যু হয়েছে। আর এর পরেই চিন্তিত হয়ে পড়ে এলাকাবাসী। দ্রুত খবর যায় ডেবরা বি এম ও এইচের কাছে। দ্রুততার সঙ্গে রবিবার রাতে প্রায় ২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কেউ অসুস্থ হয়নি বলে খবর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/P34e3GAm1sUvCHxqoFgm.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us