হরিতালিকা তীজ ও যমুনা পরিষ্কার নিয়ে মন্তব্য দিল্লি মন্ত্রী প্রবেশ সাহিব সিংহের
মানবিক ত্রাণ ও উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা
ভারত-আমেরিকা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার
উদমপুরে আটকে পড়া যাত্রীদের খাবার পৌঁছে দিল রেলকর্মী ও আরপিএফ
ঝাড়খণ্ড ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ নিয়ে রাজনৈতিক সুর
বিপাকে আমেরিকা! ফ্রান্স, জার্মানি, ভারতসহ ২৫ দেশের ডাক বিভাগ বন্ধ
এমকে স্টালিনের বিহার সফর নিয়ে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দররাজনের সমালোচনা
“চীন চুম্বক না দিলে ২০০% শুল্ক”— ট্রাম্পের হুমকিতে নতুন বাণিজ্যযুদ্ধের ঝড়
‘বিকশিত রাজস্থান @ ২০৪৭’-এর রূপরেখা নিয়ে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার মন্তব্য

বিনা পরিশ্রমেই পারিশ্রমিক! দায়ের অভিযোগ

ঢালাই রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা কোথায়? কাজের আগেই টাকা আত্মসাৎ করার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সুপার ভাইজার ও ঠিকাদারের বিরুদ্ধে। ক্ষিপ্ত স্থানীয়রা। পূর্ব মেদিনীপুরে শোরগোল।

author-image
Pallabi Sanyal
New Update
111


নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : কাজ না করেও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সুপার ভাইজার ও ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের চককন্দু গ্রামের ঘটনা। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতে গত ২০২১- ২২ অর্থবর্ষে এমজিএনআরজিএস প্রকল্পে কংক্রিটের ঢালাই রাস্তা ও জলনিকাশির জন্য চককন্দু গ্রামে প্রায় ১৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, কোন কাজ না করেই মথুরা গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার ও ঠিকাদার অন্য রাস্তা দেখিয়ে সমস্ত টাকা তুলে নিয়েছে। বহুবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে দরবার করেও মেলেনি সুরাহা। এরপরই চককন্দু গ্রামের বাসিন্দা রজনিকান্ত দাস তথ্য জানার অধিকার আইনে লিখিত অভিযোগ জানান। এরপরে সমস্ত তথ্য বেরিয়ে আসে।  পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক আধিকারিক ও পটাশপুর ২ ব্লক প্রশাসনের আধিকারিকেরা চককন্দু গ্রামে এসে সরজমিনে সমস্ত কিছুই খতিয়ে দেখেন। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।