বরুন বিশ্বাসের প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ

সঙ্গে সাম্প্রতিক ল কলেজের ঘটনাকেও স্বরণ করা হয়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-08 at 8.11.57 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: নারীর সম্ভ্রম রক্ষার আন্দোলন করতে গিয়ে ২০১২ সালের আজকের দিনে ৫ জুলাই বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন। সম্প্রতি কসবায় ল কলেজে ইউনিয়ন রুমে ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের হয়। এলাকার প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সকলেই পা মেলান। মিছিলের শুরুতেই বরুন বিশ্বাসের প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।

Barun Biswas: 'সুখ সাধুর ভিটেতে' ধর্ষিত হন বহু মহিলা, ওদের ত্রাতা ছিলেন  বরুণ বিশ্বাসই - Bengali News | The story of Barun Biswas revisited in the  context of Jyotipriya Mallick's arrest |