New Update
/anm-bengali/media/media_files/kcmwj6dfd4j75978KuZg.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। বিগত বছরগুলিতে মে মাসেই আছড়ে পড়েছিল আয়লা, আমফান, ইয়াস প্রভৃতি। ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল বাংলা। ফের একবার তাণ্ডব আসতে চলেছে বাংলায়। তবে এবার প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/05/Large-Image-Cyclone-Remal-1-1.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, অতি বৃষ্টির ফলে শহরতলির নানা এলাকা জলে ডুবে যেতে পারে। তাই ঝড়বৃষ্টি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাজ্য প্রশাসন। ত্রাণের সামগ্রীও এক জোট করা হয়েছে। ঝড়ে ভেঙে যাওয়া গাছ দ্রুত সরাতে গাছ কাটার মেশিন রাখা হয়েছে। অতিরিক্ত জল নিকাশির জন্য রাখা হয়েছে ৪০৮টি পাম্প।
/anm-bengali/media/post_attachments/ec255f416db28754737cd229872253c7cb4a5ecd005d267574d01becb44bbf7d.jpg?size=948:533)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us