Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/cWX0XvgrYhWAsam3DqrV.jpg)
দিগ্বিজয় মাহালী, ডেবরা : ডেবরা থানার সামনে হঠাৎ করেই ইলেকট্রিকের ১১ হাজার ভোল্টের তারের ওপর পড়লো গাছ, ছেড়া তারেও রয়েছে বিদ্যুৎ। ডেবরা- বালিচকে যানচলাচল ব্যাহত৷ খবর দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরে। দুপুর সাড়ে বারোটা নাগাদ ডেবরা থানার সামনে ডেবরা সবং রাজ্য সড়কের ওপর ঘটে এই ঘটনা। আটকে বাস,লরি অনান্য যানবাহন। রাস্তার দুই দিকে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। বড় বিপদ থেকে বাঁচলো অনেকেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us