ভয়ঙ্কর বিপর্যয়: বাংলায় ১২ জনের মৃত্যু! জারি RED ALERT

বাংলায় আবার লাল সতর্কতা জারি করা হয়েছে। কারণ বৃষ্টি। বৃষ্টিতে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। চিন্তায় প্রশাসন।

New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ক্রমাগত বৃষ্টিতে অনেকেই গরম থেকে স্বস্তি পেয়েছেন কিন্তু ধ্বংসলীলাও চলেছে ব্যাপক। বর্ষা রাজ্যে ঢুকতে না ঢুকতেই তার ভয়াল রূপ ধারণ করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। গত ২ দিনে বাংলাজুড়ে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছে। এতে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৪ জন মারা গিয়েছে বর্ধমানে। ৭ জনের মৃত্যু হয়েছে মালদায়। আহত বহু মানুষ। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো আগামী ২ দিন বাংলাজুড়ে ব্যাপক বৃষ্টি এবং বজ্রপাত হবে। নবান্নের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রাণে বাঁচতে চাইলে বৃষ্টির সময়ে কেউ বাইরে বেরোবেন না। এমনিতেই দেরিতে এসেছে বর্ষা। কিন্তু বর্ষার প্রবেশের কথা জেনেই আনন্দে লাফাচ্ছিলেন সাধারণ মানুষ। তবু সেই আনন্দ চিন্তায় পাল্টে গেল।