New Update
/anm-bengali/media/media_files/FYJSjMyU332SIBShcr1x.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ রেশন সামগ্রী নিয়ে চলছে অবৈধ ব্যবসা, রেশনে দেওয়া সরকারী আটা, চাল ফড়েদের মাধ্যমে চলে আসছে আড়তদারের কাছে। আর সেই রেশনে দেওয়া সরকারী আটা, চাল নিয়েই চলছে ব্যবসা, এমনটাই অভিযোগ। গোডাউনে ভর্তি সরকারী আটা, চাল। সরকারী লেবেল লাগানো আটার প্যাকেট কেটে আটা মজুত করা হচ্ছে বড় বড় বস্তায়। সেই আটা কোথায় চলে যাচ্ছে জানে না কেউই। আটা ঘুরপথে বিভিন্নভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ আটা ঘুরপথে আবার আসছে না তো সাধারণ মানুষের বাড়িতে? উঠছে প্রশ্ন। এমনই রেশনে দেওয়া সরকারী লেবেল সাঁটানো আটার রমরমা ব্যবসার ছবি উঠে এল চন্দ্রকোনার রামজীবনপুর বাইপাস সংলগ্ন বাখচা মৌজায়। বাপন ব্যানার্জী নামের কর্মচারী অবশ্য ঘটনার কথা স্বীকার করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us