ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের ঐতিহ্য, মন্তব্য দিলীপের

বিধানসভার আগে ব্রিগেডে সমাবেশ করেছেন বামপন্থীরা।

author-image
Adrita
New Update
n

নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন উনারা চালিয়ে যেতে, এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের।

আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বগদা এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ দিলীপ ঘোষ বলেন, বামেদের ব্রিগেড সমাবেশ নিয়ে বলেন এর আগেও বিধানসভার আগে ব্রিগেডে সমাবেশ করেছেন বামপন্থীরা। ব্রিগেড মাঠ ভরিয়েও দিয়েছিলেন কিন্তু একটা সিটও জিততে পারেনি। তৃণমূল তো ব্রিগেড করেইনি। বিজেপি করেছিল। ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন উনারা। গতবারে আইএসএফ- কংগ্রেস কেউ সঙ্গে নিয়েছিলেন। এবারে তাদেরকে ডেকেছেন কিনা জানা নেই।