New Update
/anm-bengali/media/media_files/ctXMWOQxOBsBjke9m3KE.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : কুড়মি সম্প্রদায়কে অনৈতিক ভাবে এসটি তালিকাভুক্ত করা যাবে না, এই দাবিতে আদিবাসী সম্প্রদায়ের একাধিক সামাজিক সংগঠনের ডাকা আগামী ৮ জুন এর বাংলা বনধ সফল করতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বাজারে মিছিল করল ভারত জাকাত মাঝি পারগানা মহল। এদিন আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের বনধের সমর্থনে মিছিলটি গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড় থেকে শুরু হয়ে পুরো গোপীবল্লভপুর বাজার পরিক্রমা করে। মিছিল থেকে আগামী ৮ জুন ১২ ঘন্টা বাংলা বনধে সামিল হওয়ার জন্য ব্যবসায়ীদের আবেদন করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us