পঞ্চায়েত ভোট: এই মুহূর্তের বড় আপডেট!

নতুন নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত বহুদিন ধরে চলছিল। অবশেষে সেই জট কাটল। সামনে এল নতুন রাজ্য নির্বাচন কমিশনারের নাম।

New Update
rajiv

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ গতমাসেই শেষ হওয়ার পর থেকে গত ২৮ মে-র পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনার ছিলেন না। তাই পঞ্চায়েত ভোট নিয়ে চাপানউতোর চলছিল। কারণ নতুন নিয়োগ না হলে নির্বাচনের দিনক্ষণ নির্ণয় করা যাবে না। সেই জট এবার কাটল।

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিন্হা। রাজ্য সরকার তাঁর নাম আগেই সুপারিশ করলেও তাতে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল দ্বিতীয় এবং তৃতীয় নামও পাঠাতে বলেছিলেন বলে জানা যায়। অবশেষে সেই নামে এবার সিলমোহর দিল রাজভবন। ফলে এবার অনুমান করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। হয়তো এই মাসেই দিনক্ষণ আসবে প্রকাশ্যে।