রাজীব গান্ধীর মৃত্যুদিন পালন

কিভাবে হল এই মৃত্যুদিন পালন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-21 at 2.28.55 PM

হরি ঘোষ, দুর্গাপুর: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান। এই হামলা চালায় তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (LTTE)। এরপর থেকে প্রতি বছর এই দিনটি অতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। 

দুর্গাপুরে দুর্গাপুর রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়দর্শিনী ইন্দিরা সরণিতে সরকারি মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন রোটারিতে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান দুর্গাপুরে কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, প্রবীণ কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, "প্রতি বছরই এই দিনটি অতি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এছাড়াও আগস্ট মাসে রাজীব গান্ধীর জন্মদিনটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে পালিত হয়"।

Rajiv Gandhi - Simple English Wikipedia, the free encyclopedia