New Update
/anm-bengali/media/media_files/6DnNlITVCN1xJ9iM7G8o.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: অ্যাকশন মুডে রাজীব কুমার। একেবারে সিঙ্গম স্টাইলে এসে হাজির হলেন সন্দেশখালির বেড়মজুরে। কথা বললেন গ্রামের আতঙ্কিত বাসিন্দাদের সাথে। ছত্রভঙ্গ করলেন ক্ষুব্ধ বাসিন্দাদের। আর এরই সাথে ধমক দিলেন সাংবাদিকদের।
আজ নতুন করে সন্দেশখালির বেশ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অথচ তার মধ্যেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এমন সময় গ্রামবাসীদের আশ্বস্ত করে রাজীব কুমার বলেন, ‘আইন হাতে তুলে নেবেন না। যা অভিযোগ আছে সব ব্যবস্থা নেওয়া হবে’। একই সাথে সাংবাদিকদের বলেন, ‘আপনারা তো আমাদের সাথে সাথেই ঘুরছেন। তাহলে ইওলো জার্নালিজম করছেন কি করে? যারা যারা ভুল খবর সম্প্রচার করছেন, তারা দয়াকারে আর করবেন না। পরিস্থিতি স্বাভাবিক করার সর্বান্ত চেষ্টা করছে প্রশাসন। এর সঙ্গ দিন'।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us