New Update
/anm-bengali/media/media_files/2025/08/13/whatsapp-image-2025-08-13-2025-08-13-17-14-37.jpeg)
নিজস্ব প্রতিনিধি, দিঘা: দিঘার জগন্নাথধামে এক অবাক করা দৃশ্য দেখা গেল। যেন প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এল স্বয়ং রামধনুর আলোকবৃত্ত। আজ সকাল ১১ঃ৩০টা নাগাদ জগন্নাথ মন্দিরের ওপরে সূর্যকে আলিঙ্গন করা এক অপূর্ব গোলাকার রামধনু দেখা যায় যা নিয়ে হইচই পড়ে যায়। এই দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে যায় দর্শনার্থীরা। গোলাকার রামধনু সাধারণত দেখা যায় না। দেখে মনে হচ্ছে যেন এই রামধনু রক্ষা করছে মন্দিরকে। তাই এই দৃশ্যকে অনেকেই "অতিজাগতিক" বলে আখ্যা দিয়েছেন।
৩০ এপ্রিল উদ্বোধন হয়েছে এই মন্দিরের। ২২ একর জমির উপর ২০০ কোটি টাকায় তৈরী হওয়া নীল মাধবের এই মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us