ঘণ্টাখানেক পরেই দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি

বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুলেটিন জারি করে আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া এদিন সকাল থেকেই কলকাতায় বৃষ্টি হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
rain.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বাড়ির বাইরে আছেন? ছাতা আছে তো সঙ্গে? নইলে বিপদে পড়তে পারেন আপনি, কারণ আজ বৃহস্পতিবার একের পর এক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের (Rainfall) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এদিন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলী, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, নদীয়া পশ্চিম বর্ধমানে আগামী কয়েক ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিন এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।