বড় খবর! শুভেন্দুর নন্দীগ্রামে এবার রেল পরিষেবা

নন্দীগ্রামে আচ্ছে দিন এল! সুখবর শোনালো রেল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে শুরুর মুখে রেল পরিষেবা। বিস্তারিত জানালেন দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র।

author-image
Pallabi Sanyal
New Update
123


নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম :  আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই নন্দীগ্রামের মানুষ পাচ্ছে রেল। ২০০৯ সাল থেকে আটকে থাকা  স্বপ্ন পূরণ করলেন রেল আধিকারিকরা।  এ মাসেই কাজ শুরু, ইতিমধ্যেই এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। জানালেন দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র।