/anm-bengali/media/media_files/2025/05/27/Giwz4M9QZH6HxhH7uEzc.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: দীঘা, মন্দারমনি, শঙ্করপুর ও তাজপুরসহ দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ। একেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলছে। তার উপর আজ থেকেই আবহাওয়ার বড় বদল। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝড়-বৃষ্টি বাড়বে গোটা রাজ্যেই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অধিক। আবহাওয়া দফতর জানিয়েছে যে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ মঙ্গলবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা আছে। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে।
আগামী ২ দিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে রাজ্যে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে বর্ষা ঢোকে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, মন্দারমনি ও শঙ্করপুর জুড়ে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/media_files/2024/10/23/WKQBw1dOJ8HK04hVy2BK.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us