New Update
/anm-bengali/media/media_files/2025/10/05/whatsapp-image-2025-10-05-at-6-2025-10-05-18-29-20.jpeg)
ramsai
নিজস্ব সংবাদদাতা : পাহাড়ে একটানা ভারী বৃষ্টির জেরে জল বেড়ে গিয়েছে ডুয়ার্সের নদীগুলিতে। আর এর জেরেই আজ রবিবার সকালে রামসাইয়ের (Ramsai) কামারঘাট এলাকায় জলের মধ্যে আটকে পড়েছে একপাল হাতি। পাশাপাশি স্থানীয় কালীবাড়ি এলাকাতেও একটি গন্ডার লোকালয়ে চলে আসে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/05/whatsapp-image-2025-10-05-at-2025-10-05-17-58-50.jpeg)
তবে শুধু হাতি-গন্ডার নয়, কাশিয়ার বাড়ি এলাকায় একটি বাইসনের শাবক উদ্ধার করেছেন স্থানীয়রা। বহু বন্যপ্রাণী জঙ্গল থেকে নদীতে ভেসে গিয়েছে বলেও দাবি তাঁদের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বনকর্মীরা। বন্যপ্রাণীদের দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us