New Update
/anm-bengali/media/media_files/i0GFKkd0g2R7yO304va2.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সন্ধ্যা হতে না হতেই শহরে সন্ধ্যার আমেজ। বিকেলবেলাতেই আকাশ কালো করে নেমে এল বৃষ্টি। কয়েকদিন ধরে আবার গরমের দাপট বেড়েছে পশ্চিমবঙ্গে। বাইরে বেরোলেই যেন রোদে পুড়ে যাচ্ছে শরীর। এই অবস্থায় স্বস্তির বৃষ্টি মেদিনীপুর শহর ও শহর সংলগ্ন এলাকায়। আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়েছে বৃষ্টির সেই চিত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us