কলকাতা ভাসছে বৃষ্টিতে, গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গে!

দক্ষিণের সঙ্গে উত্তরের ছবির আকাশ পাতাল তফাৎ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-23 at 3.18.56 PM

নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গ: প্রথমাতে বৃষ্টিতে ভাসল কলকাতা। এদিকে উত্তরে অস্বস্তিকর গরম। শনিবার থেকে অস্বস্তিকর গরম শহর শিলিগুড়ি সহ জলপাইগুড়িতে। আশ্বিনের গরমে হাঁসফাঁস করছে শিলিগুড়ি সহ দার্জিলিংয়ের পাহাড়ও। আবহাওয়াবিদদের মতে , ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের আকাশে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় অস্বস্তিকর গরম অনুভব করছে শিলিগুড়ি সহ উত্তরের বেশ কিছু জেলার মানুষ। সোমবার রাতে কিছুটা বৃষ্টি হলেও গরম কমেনি শিলিগুড়িতে। মঙ্গলবার বেলা বাড়লে শিলিগুড়ির তাপমাত্রা ৩৬ ডিগ্রি পার করে যায়। উজ্জ্বল আকাশ থাকলেও দুপুরের থেকে আকাশে কালো মেঘের ছায়া। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া অফিস।

APTOPIX-California-Heat-Wave-Weather-0_1719932518318_1735555978075