New Update
/anm-bengali/media/media_files/ufDCskyGlylX7wH5VYpP.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গুমোট গরম থেকে অবশেষে স্বস্তি। চন্দ্রকোনায় শুরু হল মুষলধারে বৃষ্টি। আর সেই সাথে ঝড় ও ভারী বজ্রপাত চলছে।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় প্রথমে ঘন কালো মেঘ ঘনিয়ে আসে আর তার কিছু পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টির সাথে ঝড় ও ভারী বজ্রপাত। ভারী বজ্রপাতের সাথে এখনও চলছে ঝড়-বৃষ্টি। প্রায় আধঘণ্টা হতে চলল একইভাবে হয়ে চলেছে বজ্রপাতের সাথে তুমুল বৃষ্টি। আর এতেই স্বস্তি ফিরল চন্দ্রকোনাবাসীর।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us