নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: এই কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। ভ্যাপসা গরম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরসহ একাধিক জেলায় তাপমাত্রা অত্যাধিক। এখন পশ্চিম মেদিনীপুর জেলার তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি। আর তার মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় এই মুহুর্তে রোদ-বৃষ্টির খেলা। ১০ মিনিটের বেশি সময় ধরেই চলল রোদ-বৃষ্টির এই খেলা। একদিকে কড়া রোদ আর তার মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি।