New Update
/anm-bengali/media/media_files/2025/05/30/ZA8nvVNt3eJWQ8k9yTRv.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার মানকরের ৯২ নম্বর রেলগেট আটকে বিক্ষোভ দেখালেন রেল কর্মীরা। তাদের অভিযোগ বৃহস্পতিবার রাতে কর্তব্যরত অবস্থায় এক রেলকর্মীকে ধরে নিয়ে গিয়ে মারধর করে বুদবুদ থানার পুলিশ। সেই প্রতিবাদেই শুক্রবার সকালে বিক্ষোভে নামেন রেল কর্মীরা। দীর্ঘ ১ ঘন্টা ধরে বিক্ষোভ চলে।
রেলগেটের দুদিকে আটকে যায় বহু গাড়ি থেকে সাধারণ মানুষ। পরে বুদবুদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাধেশ্যাম প্রামানিক নামের এক রেল কর্মীর অভিযোগ, “রেল লাইনের কাজের জন্য বৃহস্পতিবার রাতে ৯২ নম্বর রেলগেট বন্ধ ছিল। সেই জন্য আমাদের এক কর্মী গাড়িগুলিকে ঘুরপথে পাঠাচ্ছিল। তখনই বুদবুদ থানার একটি গাড়ি এসে আমাদের এক কর্মীকে মারধর করে তুলে নিয়ে যায়। তার ফোনও বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই জন্যই আমাদের আজকের অবরোধ”।
/anm-bengali/media/post_attachments/422272e4-a99.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us