খড়্গপুরে রেলমন্ত্রী

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বালেশ্বর থেকে খড়গপুর স্টেশনে এসে স্টেশন পরিদর্শন করেন ও স্টেশনটি আরও উন্নত করে তোলার জন্য উদ্যোগী হন তিনি।

author-image
Poulami Samanta
New Update
123

নিজস্ব সংবাদদাতা : খড়গপুর স্টেশন এশিয়ার মধ্যে অন্যতম স্টেশন। খড়গপুর স্টেশন কে অমৃত ভারত যোজনা তে নথিভূক্ত করা হয়েছে। স্টেশনেটি সিকিউরিটি, সেফটি সহ নতুন করে সাজিয়ে তোলা হবে।খড়গপুরের ইলেকট্রনিক ইন্টারলকিং এশিয়ার মধ্যে সবথেকে বড় ইন্টারলকিং সিস্টেমের মধ্যে এক নম্বরে। লুকিং সিস্টেমের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার সহ যুক্ত সবার সঙ্গেই আলোচনা হয়েছে। আরো কিভাবে নিরাপদ ইন্টারলোকিং সিস্টেম তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বালেশ্বর থেকে খড়গপুর স্টেশনে এসে স্টেশন পরিদর্শনের পর সাংবাদিক সম্মেলনে জানান রেলমন্ত্রী