New Update
/anm-bengali/media/media_files/2025/09/11/whatsapp-image-2025-09-11-2025-09-11-14-43-42.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় হানা দেয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি দফতর। গত কয়েক মাস ধরে গোপনে ডেবরার বাড়াগড় এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে বেআইনিভাবে ডুপ্লিকেট মদ তৈরির সরঞ্জামের গোডাউন তৈরি করে চলছিল ব্যবসা। সেই গোডাউনে ২ জেলার আবগারি দফতরের যৌথ অভিযানে হাজার হাজার লিটার স্পিরিট উদ্ধার হয়। সেগুলি পরীক্ষা করার জন্য স্যাম্পেল কালেক্ট করে ল্যাবেও পাঠানো হয়েছে। গোডাউনে কর্মরত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে সূত্রের খবর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/11/screenshot-2025-09-11-143407-2025-09-11-14-34-46.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us