ডুপ্লিকেট মদ তৈরির সরঞ্জামের গোডাউনে হানা, কি কি মিলল?

উদ্ধার হাজার হাজার লিটার স্পিরিট।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-11 at 2.38.57 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় হানা দেয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি দফতর। গত কয়েক মাস ধরে গোপনে ডেবরার বাড়াগড় এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে বেআইনিভাবে ডুপ্লিকেট মদ তৈরির সরঞ্জামের গোডাউন তৈরি করে চলছিল ব্যবসা। সেই গোডাউনে ২ জেলার আবগারি দফতরের যৌথ অভিযানে হাজার হাজার লিটার স্পিরিট উদ্ধার হয়। সেগুলি পরীক্ষা করার জন্য স্যাম্পেল কালেক্ট করে ল্যাবেও পাঠানো হয়েছে। গোডাউনে কর্মরত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে সূত্রের খবর।

Screenshot 2025-09-11 143407