/anm-bengali/media/media_files/4daCBUx0sepG5IzFPUTx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সাতসকালেই তৃণমূলের দুই নেতার বাড়িতে হানা পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী বাহিনীর। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালিতে ইডি অভিযান করলে ইডি আধিকারিকদের গাড়ির ওপর হামলা করে বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গে অভিযানের সময় ইডি আধিকারিকদের ওপর এই আক্রমণের বিষয় নিয়ে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা বলেছেন, “শাহজাহান শেখ সন্দেশখালি এলাকার একজন ডন। তিনি একজন তৃণমূল নেতাও। তাঁর বিরুদ্ধে অনেক খুনের মামলা রয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয় না কারণ তিনি একজন তৃণমূল নেতা। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া উচিত।”
#WATCH | On a team of ED attacked during raids in West Bengal, Former West Bengal BJP President Rahul Sinha says, "Shahjahan Sheikh is a don of the Sandeshkhali area. He is also a TMC leader. There are a lot of murder cases against him. The police do not take any action because… pic.twitter.com/xiz8wr7P0D
— ANI (@ANI) January 5, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us