'যুবরাজ' এখন র‍্যাডারে, বিজেপি নেতার নিশানায় কে?

বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা।

author-image
SWETA MITRA
New Update
rahul sinha.jpg

নিজস্ব সংবাদদাতা: আবারও একবার তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের (TMC) হাতে কিছুই নেই। এখন তাদের সুনাম খারাপ। তারা তাদের সুনাম ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাদের 'যুবরাজ' এখন র‍্যাডারে। তাদের অনেক নেতা কারাগারে আছেন। তারা কি করবে? জনগণকে বিভ্রান্ত করার জন্য টিএমসি এমএনআরইজিএ নিয়ে কথা বলছে। আমরা দাবি করছি, এমএনআরইজিএ ইস্যুর সিবিআই তদন্ত হোক।“