New Update
/anm-bengali/media/media_files/SNiLiDbjKp1iqiukN8GU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) যাত্রার আগেই ফের অস্বস্তিতে দল। ফেরছেঁড়াহলকংগ্রেসেরভারতজোড়োন্যায়যাত্রারফ্লেক্স। এবার ঘটনাস্থল জলপাইগুড়ি (Jalpaiguri)। গতকালই ধূপগুড়িতে ছেঁড়া হয় কংগ্রেসের ফ্লেক্স। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জলপাইগুড়িতে একই ঘটনার পুনরাবৃত্তি হল। এদিকে ঘটনাকে ঘিরে ফের নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এদিকে জানা গিয়েছে, আজ রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন রাহুল গান্ধি। তারপর সেখান থেকে সড়ক পথে জলপাইগুড়ির পাহাড়পুরে পৌছবেন। সেখানেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেবেন তিনি। আজ প্রায় দেড় কিলোমিটার পদযাত্রা করবেন রাহুল গান্ধী বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us