নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া যুব উৎসব কমিটির পরিচালনায় সপ্তম বর্ষের রগড়া মেলার শুভ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার। মেলার সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, যা নেপুরা চক থেকে শুরু হয়ে রগড়া মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে রাস্তার দুই ধারে ছিল উৎসুক মানুষের ভিড়। শিশু থেকে শুরু করে প্রবীণ - সব বয়সের মানুষ শোভাযাত্রা উপভোগ করতে রাস্তায় ভিড় জমায়। পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক-এর অভিনেত্রী অর্চিতা মজুমদার, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালিপদ সরেন, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রামের বিধায়ক দুলাল মূর্মু, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, ব্লকের বিডিও রোহন ঘোষ, আর.টি.এ বোর্ডের সদস্য অনুপ মাহাতো এবং বিশিষ্ট সমাজসেবী পঞ্চানন দাস, কালিপদ সুর, স্বপন পাত্র, রামচন্দ্র গিরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
/anm-bengali/media/media_files/2025/06/06/be5421-814403.png)
জানা গেছে, এই মেলা চলবে টানা ২০ দিন ধরে। মেলা উপলক্ষে নানা সাংস্কৃতিক কর্মসূচি ও প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি অনুরাগীদের একত্রিত করে এই উৎসব হয়ে উঠেছে সম্প্রীতি, ঐক্য ও সৃজনশীলতার মিলনমেলা।