হাতির তাণ্ডবে স্তব্ধ হল যান চলাচল!

জঙ্গল ছেড়ে সড়ক পথে যাতায়াত করছে হাতি! ছবি তোলার হিড়িক। হাতির জেরে বন্ধ হল যান চলাচল। সমস্যায় মানুষ। হাতি তাড়াতে ব্যস্ততা তুঙ্গে বন দপ্তরের কর্মীদের।

author-image
Pallabi Sanyal
17 Sep 2023 আপডেট করা হয়েছে 18 Sep 2023
Zdas

নিজস্ব প্রতিনিধি,  ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে হাতির তাণ্ডব। যার জেরে বন্ধ যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বনদপ্তরের কর্মীরা। অন্যদিকে, কংসাবতী নদী পেরিয়ে ২০ টি হাতি তাণ্ডব চালায় পলাশী গ্রামে। হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। ঝাড়গ্রাম ৬ নম্বর জাতীয় সড়কে দাঁতালের দৌরাত্ম্য। জাতীয় সড়কে হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। রাস্তা দিয়ে যাওয়া গাড়ি দাঁড় করিয়ে শুঁড় উচিয়ে হাতির দাদাগিরি। এরপরেই ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয় বন দপ্তরে। তারা ঘটনাস্থলে এসে হাতিগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অন্যদিকে আবার কংসাবতী নদী পেরিয়ে ২০ টি হাতি মেদিনীপুর সদর ব্লকের পলাশী পাড়ায় ঢুকে পড়ে। এরপরেই গোটা এলাকা জুড়ে এক ঘন্টা ধরে চলে হাতির তাণ্ডব। যার ফলে বন্ধ হয়ে যায় সেই এলাকার যান চলাচল। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ওই সঙ্গেই গ্রামে ঢুকে ফসল নষ্ট করে হাতির দল। আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেয় বনদপ্তরে।