সুন্দরবনে সকালের দিকে বৃষ্টি! নদীতে না যাওয়ায় মন খারাপ পর্যটকদের

সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-05-28 at 2.01.33 PM

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: আবহাওয়া দফতরের সতর্কতা রয়েছে যে ভারী বৃষ্টির সঙ্গে হবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী এলাকাগুলোতেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 

সুন্দরবন এলাকাজুড়ে সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয়। সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সর্তকতার পরে নদীতে ঘুরতে যেতে না পারায় বেশ মন খারাপ সুন্দরবনে যাওয়া পর্যটকদের। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পর্যটকরা যাতে কেউ নদীতে না নামেন তার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। অমাবস্যার ভরা কোটালে জল বাড়তে শুরু করেছে সুন্দরবনের নদীগুলোতে।

Monsoons in Sundarban: An Exact Guide to Planning a Trip - Sundarban Package

n