/anm-bengali/media/media_files/2025/08/14/whatsapp-image-2025-08-14-2025-08-14-18-17-31.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ডিএলএড পরীক্ষায় অলচিকি লিপির বদলে বাংলা ভাষায় প্রশ্নপত্র আসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মঙ্গলবার ছিল এনভায়রনমেন্ট স্টাডিজ বিষয়ের পরীক্ষা। অভিযোগ, সাঁওতালি মাধ্যমে পড়ুয়াদের জন্য অলচিকি লিপিতে প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও সেদিন দেওয়া হয় বাংলা ভাষায় প্রশ্নপত্র। ফলে ছোটবেলা থেকেই অলচিকি লিপিতে পড়াশোনা করা এই শিক্ষার্থীরা চরম সমস্যায় পড়েন। পরীক্ষাকেন্দ্র ছিল ঝাড়গ্রাম ননীবালা বয়েজ স্কুলে। প্রায় ৪৪ জন পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষা দেন। পরীক্ষার্থীদের দাবি, বাংলা ভাষায় প্রশ্ন আসায় তারা কিছুই বুঝতে পারেননি। অধিকাংশই নাম ও রোল নম্বর লিখে খাতা জমা দেন।
ঘটনার প্রতিবাদে ভারত জাকাত সাঁওতালি পাটুয়া গাঁওতা নামে একটি আদিবাসী সংগঠন ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে প্রায় ১ ঘণ্টা পথ অবরোধ করে। তাদের দাবি, পরীক্ষায় ভাষাগত অবিচারের ফলে সাঁওতালি মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এবং এই ঘটনার দ্রুত সমাধান করতে হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/14/whatsapp-image-2025-08-14-2025-08-14-18-17-46.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us