/anm-bengali/media/media_files/BtZzJLAMirHbWjCc9Egz.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ পুনে গণধর্ষণ মামলা এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতে চাই যে আমার নির্বাচনী এলাকায় এটি এই জাতীয় দ্বিতীয় ঘটনা। মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা সবদিক থেকেই ব্যর্থ। প্রতিদিনই আমরা এমন ঘটনার সম্মুখীন হই। পুনে রাজ্যের অপরাধের রাজধানী হয়ে উঠেছে। এটা রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। এই ধরনের অপরাধের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দেয় না। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।"
#WATCH | Maharashtra | Pune gang-rape case | NCP- SCP MP Supriya Sule says, "With great regret, I would like to say that this is the second such incident in my constituency... The law and order of Maharashtra has failed in every way... Everyday we come across such cases. Pune has… pic.twitter.com/bYZ2pe2aZt
— ANI (@ANI) October 4, 2024
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর পুনের বোপদেব ঘাট এলাকায় ২১ বছরের এক তরুণী ও তাঁর বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। ৪ অক্টোবর ভোর ৫টা নাগাদ কোন্ধওয়া থানার আওতাধীন গণধর্ষণের ঘটনা পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার রাতে বন্ধুর সঙ্গে ঘাট এলাকায় বেড়াতে গেলে রাত ১১টা নাগাদ তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে জানা গিয়েছে।
কোন্ধওয়া পুলিশ সূত্রে খবর, এক পুরুষ বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন ওই মহিলা। কোন্ধওয়া পুলিশের আর এক আধিকারিক জানিয়েছেন, নির্জন জায়গায় ওই মহিলার পুরুষ বন্ধুকেও মারধর করে ওই তিনজন। পুনে পুলিশের যুগ্ম কমিশনার রঞ্জন কুমার শর্মা গণধর্ষণের পিছনে জড়িতদের খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে অপরাধ দমন শাখা এবং গোয়েন্দা শাখার দশটি দল গঠন করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us